- সাইফুল ইসলাম.
স্বপ্ননে আপনাকে দেখলাম আমার মা শেখ হাসিনাও দেখলাম। আমাদের এই বাগানে,আমাদের এই দেশে আমরা শেখ হাসিনা ছাড়া কিছুই বুঝিনা। আমরা চাই আমাদের শেখ হাসিনা মা থাকবে,আমাদের সাহেব (আব্দুস শহীদ এমপি) থাকবে। এখন আমরা খানি-পিনি খাই,খানি নাই বলে আমরা এটা ভাবি না। আমরা সব সময় ভাত খেয়ে ভাত ফেলে দেই। আমার মা শেখ হাসিনাকে আমরা কিছু দিতে পারি না,চা পাতা আমরা তুলতেছি চা পাতা প্রাইজ দিলাম।
-
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল বিটিআরআই চা বাগানে গণসংযোকালে নারী চা শ্রমিকরা দেশের প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের আবেগের কথা জানান, কামিনী রবিদাস,সুমিতা,রেখা বাউরীসহ অনেক চা শ্রমিক।
২১ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রুপসপুর এলাকার,কালাপুর ইউনিয়নের বরুণা হাজীপুর,মাজদিহি পাহাড় এলাকায় গণসংযোগ করেন।
পরে দুপুরে কমলগঞ্জ উপজেলার দূগাবাড়ী বাড়ীতে নির্বাচনী বৈঠক করেন। এরপর তিনি আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরী সম্প্রদায় গোষ্ঠীর মন্ডপে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় লক্ষী রাণী সিংহ সুমিতা সিংহসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা আবারও শেখ হাসিনার নৌকা বিজয়ী করতে তারা ৩০ তারিখে ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এছাড়া আদমপুর বাজারে সন্ধ্যারাতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক,পৌরসভার মেয়র জুয়েল আহমদ,জেলা পরিষদ সদস্য সুমি বেগমসহ আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল বিটিআরআই চা বাগানে শেখ হাসিনার প্রতি নারী চা শ্রমিকদের আবেগ! স্বপ্ননে আপনাকে দেখলাম আমার মা শেখ হাসিনাও দেখলাম
শেয়ার করুন