সিলেটে শেখ হাসিনার জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে আজ শনিবার সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তাঁর এই সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ শনিবার বিমানযোগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন। সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সভার প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠে মঞ্চও প্রস্তুত করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুসারেই মঞ্চের আকার ঠিক করা হয়েছে। জনসভার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এদিকে শেখ হাসিনার এই সফরকে ঘিরে সিলেটজুড়ে আওয়ামী লীগের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁর এই সফর সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগকে জয় পেতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। শেখ হাসিনার এই সফরকে সফল করতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনসভার জন্য কেন্দ্র থেকে বেশ কয়েকজন নেতাও সিলেটে পৌঁছে কাজ করেছেন। আওয়ামী লীগের লক্ষ্য, নির্বাচনের আগে সিলেটে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করা। এর মধ্য দিয়ে সিলেটজুড়ে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ারের বার্তা দিতে চায় দলটি।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘জাতির জনকের কন্যার সিলেট সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় জনতার ¯্রােত নামবে। তাঁর এই সফরে পুরো সিলেট বিভাগে নৌকা প্রতীকের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে।’

শেয়ার করুন