নিজস্ব প্রতিবেদক, জালালাবাদবার্তা.কমঃ
কুয়েত নগরীতে সকাল থেকে প্রচারনায় নেমেছেন জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর বৃহমার্কেট থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে, সকল প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবার পরিজনকে আগামী ৩০ তারিখ ধানে শীষে ভোট প্রদানে কুয়েতের জনবহুল এলাকা হাসাবিয়া, আব্বাসিয়া, ফাহিল সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে প্রচারনা চালানো হয়েছে।
এতে উপস্থিত থেকে লিফলেট বিতরন করেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ শওকত আলী, জাতীয়তাবাদী ফোরামের অন্যতম উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য শেখ নিজামুর রহমান টিপু, উপদেষ্টা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ফারুখ আহমেদ, সহ-সভাপতি আহমেদ রিপন, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কুয়েত জাতীয়তাবাদী ফোরাম সাধারন সম্পাদক শিহাব বখ্ত। এ সময় তারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জন্য গণসংযোগ করেন।
নেতৃবৃন্দ পথচারী, দোকান, যানবাহনের যাত্রীদের কাছে ধানের শীষের লিফলেট দিয়ে ভোট চান। গণসংযোগের লিফলেট পেয়ে আনন্দে উল্লাসে ধানের শীষের স্লোগান ধরেন। আইনী বাঁধা বিপত্তি থাকায় সেখানেও তারা ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক সুমন আনসারী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম বিপ্লব, সহ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।
“মায়ের মুক্তির আন্দোলনে থাকার শপথ নিন-ধানের শীষে ভোট দিন“, দলের যে সিদান্ত হবে সবাইকে এক যুগে ঐক্যবদ্ধ ভাবে তা মেনে নিয়ে বাকশালী ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। নির্বাচন কমিশন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে বলেও তারা মন্তব্য করেন। তাঁরা নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন রোধে নির্বাচন কমিশনের নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন সবাই।
সকলের দাবি আইনের শাসনের পূর্ণ প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ তারিখ ধানের শীষে ভোট দিতে আহবান জানান তাঁরা।