মাহফুজ চৌধুরী, সিলেটঃ
দক্ষিণ সুরমায় আলহাজ্ব শফিকুল হক চৌধুরী ৬ষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল হক চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী, কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হান্নানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভার্নিং বডির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ চৌধুরী, সিলেট ইন্টারান্যাশনাল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খান, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী। শিক্ষক মিজান আহমদের তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মেজবাহ উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীতের অভিভাবক এডভোকেট নাজমুল হুদা, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ, উল্লেখ্য সিলেট সিটি করর্পোরেশন এলাকার ৬৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে গত নভেম্বরে বৃত্তি পরীক্ষার্থীটি সম্পন্ন হয়। এতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ৮ জন করে মোট ৬৪ জন পরীক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।