মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ‘চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা’ বিষয়ক রিপোর্টিং কর্মশালা শুরু হয়েছে।
সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর সহযোগিতায় সেড এই কর্মশালার আয়োজন করেছে।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন সেড এর পরিচালক ফিলিপ গাইন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, জয়নাল আবেদীন টিটো, সিআইপিআরবি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো, আলতাফুর রহমান।
কর্মাশালায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার ২৫ জন সংবাদকর্মীসহ ৩২ জন অংশ নেন।
রবিবার সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা শেষ হবে।