»এক্সক্লুসিভ»সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত সফর
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত সফর
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সিলেট প্রতিনিধি
শেখ হাসিনা আজ শনিবার (২২ ডিসেম্বর) চলতি বছরে দ্বিতীয় বারের মতো সিলেট সফরে করছেন। সর্বশেষ গত ৩০ জানুয়ারি সিলেটে প্রাক নির্বাচনি জনসভায় যোগদান করেন তিনি। এর আগেও তিনি সিলেটে অনেকবার এসেছেন। এরমধ্যে ২০০১ সালের ফেব্রুয়ারি, আগস্ট ও সেপ্টেম্বরে তিনি ৩বার সিলেট সফর করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী সিলেটকে অন্যভাবে দেখেন। তাই তিনি এর আগে প্রতিবারই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি প্রচারণাও শুরু করেন। এবারের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাজার জিয়ারতের পাশাপাশি তিনি জনসভায় ভাষণ দেবেন।’
সূত্র জানায়, ১৯৮১ সালের ২৯মে শেখ হাসিনা প্রথমবার সিলেটে আসেন। ওই সময় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এক জনসভায় বক্তব্য রাখেন। এরপর ১৯৮৬ সালের ১০ অক্টোবর তিনি সিলেট সফর করেন। ওই সময়ও তিনি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন। এর প্রায় দুই বছর পর ১৯৮৭ সালের ৯ অক্টোবর সিলেটের হরিপুরে আসেন তিনি। ১৯৮৯ সালের ২০ মার্চে তিনি সিলেট শহরের পুলের মুখে এক সংবর্ধনা অনুষ্ঠানে আসেন। এর পরদিন ২১ মার্চ তিনি সিলেটের বালাগঞ্জ, বিশ্বনাথ ও জগন্নাথপুরে সফর করেন।
সূত্র আরও জানায়, ১৯৯০ সালের ৩ জানুয়ারি সিলেটের মোগলাবাজারে এক কৃষক সমাবেশে আসেন শেখ হাসিনা। ১৯৯১ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সিলেট সফরে আসেন এবং ওই সময়ে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন। এরপর ১৯৯৩ সালের ২৯ জুন তিনি সিলেট সফর করেন। ১৯৯৭ সালের ২৬ ফেব্রুয়ারি এবং একই বছরের ১৯ ও ২০ অক্টোবর বঙ্গবন্ধু কন্যা আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট বিভাগ আন্দোলনে যোগ দেন।
পরবর্তী সময়ে ২০০১ সালের ১ ফেব্রুয়ারি, ২৭ আগস্ট ও ২৬ সেপ্টেম্বর শেখ হাসিনা সিলেটে আসেন। ২০০৪ সালে আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২০০৫ সালে সিলেট নগরের রিকাবীবাজার পয়েন্টে জনসভায় যোগ দেন তিনি। ২০১০ সালে ৩ এপ্রিল সিলেট, একই বছরের নভেম্বর মাসে শেখ হাসিনা সুনামগঞ্জের তাহিরপুর সফর করেন। এছাড়া ২০১২ সালের ২৪ মার্চ, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর, ২০১৫ সালের ১৮ জুন, ২০১৬ সালের ২১ জানুয়ারি ও ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী সিলেট সফর করেন। সর্বশেষ ২০১৭ সালের ৩০ এপ্রিল হাওরের ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিনি সুনামগঞ্জের শাল্লা আসেন।