শ্রীমঙ্গলে চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং পরিবার পরিকল্পনা রিপোর্টিং বিষয়ক দুইদিনের ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • বিশেষ প্রতিনিধি:

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের নিয়ে চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং পরিবার পরিকল্পনা রিপোর্টিং বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

  • রবিবার বিকালে শ্রীমঙ্গল শহরের উত্তরসুর এলাকার ব্র্যাক লানিং সেন্টারে সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে দ্বিতীয় কর্মশালা সম্পন্ন হয়।

  • সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায়ন প্রথম দিনে শ্রম আইনে চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা এবং চা বাগানের বাস্তবচিত্র তুলে ধরেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী এবং চা শ্রমিকদের জন্য সরকারী স্বাস্থ্যসেবা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়লাল আবেদিন টিটো। দ্বিতীয় দিনে  ফিলিপ গাইনের পরিচালনায় প্রথম দিনের ফিল্ড রিপোর্টিং এবং পর্যালোচনা, ইউএনএফপিএ এর জেলা  ফিল্ড অফিসার ডা: নুর-ই-আলম সিদ্দিকী চা শ্রমিকের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে সেড, ইউএনএফপিএ ও সিআইপিআরবি এর কার্যক্রম নিয়ে তথ্য তুলে ধরেন।

  • এছাড়াও দুপুরের পর চা শ্রমিকের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে রিপোটিং ও কেস ডকুমেন্টেশন ও নির্বাচনী রিপোর্টিং: বিকল্প তথ্য ও প্রাস্তিক মানুষের এজেন্ডা তুলে ধরেনে সেড এর পরিচালক ফিলিপ গাইন।

  • এসময় উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর জেলা সমন্বয়কারী মো. আলতাফুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলঘঞ্জ, কুলাউড়া ও জুড়ী থেকে মোট ২৫ সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা দুপুরের পর মাঠের বাস্তবচিত্র দেখায় জন্য একটি  গ্রুপ সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া ও আরেকটি গ্রুপ ফিলিপ গাইন এর নেতৃত্বে কালাপুর ইউনিয়নের ডাকছড়া চা বাগানের একটি করে শ্রমিক লাইন পরিদর্শন ও গর্ভবতি মায়েদের সাথে কথা বলেন।

শেয়ার করুন