- তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। নির্বাচনে তরুণরা কেমন ধরণের প্রার্থী বেছে নিতে চাচ্ছেন? একই সাথে তারা কেমন বিশ্বাসের প্রার্থী চাচ্ছেন বা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? কাকে ভোট দিবে কেন ভোট দিবে কোন ধরনের প্রার্থীকে ভোট প্রদান করবে এসব নানা রকম প্রশ্নের আলাচেনার মধ্যে দিয়ে ‘তারুণ্যের ভাবনা’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে দি হাঙ্গার প্রজেক্ট ও পেইভ এর আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ সমাজের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার রাজনীতিবিদরা বলেন, রাষ্ট্র পরিচালনায় তরুণরা সমাজকে পরিবর্তন করতে পারে অতি সহজেই। আমাদের পরই দেশ পরিচালনা করবেন তারুণরা। বর্তমানে দেশে ১০ কোটি ৪১ লাখ ভাটোর। এর মধ্যে আড়াই কোটি ভাটোর তরুণ ও ১ কোটি ৪৭ লাখ নতুন ভোটার। তাই তাদের হাতেই দেশের ভবিষ্যত। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তারা দেশ পরিচালনায় কোন শক্তি ক্ষমতায় আসবে স্বাধীনতার পক্ষের না বিপক্ষের, তা নির্ধারণ করবে।
তরুণ ভোটোররা বলেন, আমাদের চারপাশে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে যাচ্ছে। এইসব মাদকের পিছনে অনেক স্থানীয় বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে এইসব মাদক বিক্রেতারা। তাদের কিছু বলতে গেছে তারা মাদক বিক্রেতারা হুমকি-ধমকি দেন আমাদের তরুণদের। আমরা চাই একটি মাদকমুক্ত সমাজ। যেই সমাজে কোন ইয়াবাসহ অন্যান্য নেশা জাতীয় মাদক বিক্রি করতে না পারে। এছাড়া আমাদের আসন্ন নির্বাচনে প্রার্থী যে-ই নির্বাচিত হাকে না কেন। এই নির্বাচনে স্বধীনতার স্বপক্ষের প্রতি তরুণদের আস্থা থাকবে বলে উল্লেখ করে বক্তারা আরো বলেন, আমাদের যুব সমাজ যেন স্থানীয় সাংসদ এবং বিজ্ঞদের কাছে আমাদের একটাই দাবি বেকারত্ব দূরিকরণ। এছাড়াও মৌলভীবাজার ৪ আসনে (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) যিনি এই এলাকার সার্বিক উন্নয়নে সর্বোপরি কাজ করবেন তাদের পক্ষেই থাকবে তরুন ভোটাররা এবং এই এলাকারা সকল বেকার যুবকদের যিনি কর্মক্ষেত্র তৈরী করে দিতে পারবেন তাকেই সংসদে চাইবেন বলে তরুণ ভোটাররা অভিমত প্রকাশ করেন। - এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মাও. সালাউদ্দিন দুলাল, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, জাসদ’র সভাপতি মো. এলেমান কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শমসের খাঁন, পেইভ এর সম্বনয়কারী সৈয়দ ছায়েদ আহমেদ, এম্বাসেডর জহিরুল ইসলাম শামীম ও কাজী আছমা বেগম , দুপ্রকের সাধারন সম্পাদক আব্দুর রউফ তালুকদার প্রমুখ।
একাদশ নির্বাচনে তারুণ্যে ভাবনা নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন