বড়লেখায় মাঠে নেমেছে বিজিবি

 

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও নির্বাচনী মাঠে কাজ করবে।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল ১১টা থেকে বিজিবি সদস্যরা বড়লেখা পৌর শহরে টহল দিচ্ছেন।

এব্যাপারে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল (পিএসসি) সোমবার (২৪ ডিসেম্বর) বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। আমরা সেগুলো গ্রহণ করছি। সোমবার সকাল থেকে বিজিবি মাঠে নেমেছে। এছাড়া এ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে নেমেছে। আমরা তিনটি বাহিনী একসাথে মাঠে কাজ করব। ফলে মানুষের মাঝে যে সংশয়, ভয় ও অস্থিরতা আছে তা কেটে যাবে। জেলা, স্থানীয় ও পুলিশ প্রশাসনের কাছ থেকে সবধরনের সহযোগিতা পাচ্ছি। আমার একটি সুন্দর, সহজ ও সাবলীল নির্বাচন উপহার দিতে পারব। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

শেয়ার করুন