কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী অভিবাসীর মৃত্যু, আহত ২

জালালাবাদবার্তা.কমঃ

নিহত আইন উদ্দীন বকুল

অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা মোঃ আইন উদ্দীন বকুল (৪১) নামের স্কারবরো, টরন্টোতে বসবাসকারী এক অভিবাসীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন তারই ২ বন্ধু শরীফুল হক এবং আজিম উদ্দীন।

আহতরা বর্তমানে কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আজিমের অবস্থা আশংকাজনক।

আহত আজিম উদ্দীন

সিবিসি নিউজ থেকে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬ টায় হাইওয়ে ৪০১ এর ব্রাইটন, অন্টারিও সংলগ্ন সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই চালক বকুলের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও পুলিশ তা খতিয়ে দেখছে। মৃত্যুকালে বকুল ১ মেয়ে, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহত শারীফুল হক

নিহত আইন উদ্দিনের অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো কানাডার সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব এক শোক বার্তায় বলেন, “আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মরহুমের জানাযা নামাজের স্থান ও সময় পরে জানানো হবে।“

এদিকে, কানাডা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, কানাডা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কানাডা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা এবং ইফতি আহত শারীফুল ও আজিমকে দেখতে হাসপাতালে যান। এসময় তারা নিহত বকুলের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন এবং শারীফুল ও আজিমের তাড়াতাড়ি সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন