গায়েবী ও পরিকল্পিত মিথ্যা মামালায় নেতাকর্মী গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়ে বিকেলে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপি। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় মৌলভীবাজার-২ (কুলাউড়া) নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জয়নুল ইসলাম জুনেদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, কুলাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, মিনার মহলের জাবেদ, ছকাপন নিবাসী যুবদল নেতা আব্দুল লতিফ, টিকরার মহব্বত খান, রাউৎগাঁওয়ের মহিত ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ভাটেরা ও কুলাউড়া ইউনিয়নে মঙ্গলবার রাতে ৩০/৩৫ জনকে আটক করেছে।
এখন কুলাউড়ার জনপদে পুলিশি আতংক বিরাজ করছে। মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নিশ্চিত বিজয়কে নস্যাৎ করার জন্য ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কুলাউড়ার চৌধুরীবাজারে প্রার্থীর নির্বাচনী সভায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং পুলিশ তাদের গ্রেফতারও করে।
মঙ্গলবার প্রার্থীর কুলাউড়া ইউনিয়নের লক্ষীপুরের পথসভার মঞ্চ আওয়ামী সন্ত্রাসীরা ভেঙ্গে ফেলার পর পুলিশ আক্রমণ চালায়। ওখান থেকে পুলিশ বিএনপি নেতা ইউপি সদস্য আলম, যুবদল নেতা রাহেল, সাকির, লিয়াকতকে গ্রেফতার করে। এর পূর্বে পুলিশ পৃথিমপাশায় বিএনপি নেতা ইনতাজ আহমদ কুটি, মো. অহিদ, করের গ্রামের চেরাগ আলীসহ কয়েকজনকে গ্রেফতার করেছে। উপজেলা বিএনপির পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এই এ্যাডভোকেট আবেদ রাজা সকল এই গণপ্রেফতারে নিন্দা এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান। এবং হামলা মামলার ভয়-ভীতিকে উপেক্ষা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান করেন।-প্রেস বিজ্ঞপ্তি
সূত্র:পাতাকুঁড়ির দেশ