মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার ৪টি সংসদীয় আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
মৌলভীবাজার-৪,আসনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ঝলক কান্তি চক্রবর্তী সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি ভোট কাস্টিং হয়েছে।
সকালে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়,ভোটারদের উপস্থিতি কম। তবে অনেক ভোটাররা জানিয়েছেন,তাদের ভয়ভীতি কাজ করছে।
ভোটার রাজুল আহমেদ তালকদার বলেন,উৎসব মূখর পরিবেশ হলেও ভয়ভীতি কাজ করছে। সঠিকভাবে ভোটররা ভোট প্রয়োগ করতে পারবে কিনা। আনসার সদস্য ফুলেছা বেগম বলেন,মানুষ নাই। ভোটারা আতংকে আছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, দুপুর পৌণে ১টা পর্যন্ত আমার উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন চলছে। কোথায় এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, জেলায় ২/১টটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।