মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) শ্রীমঙ্গল সরকারী কলেজ সেন্টার থেকে ধানের শীষের প্রধান এজেন্ট জালাল মিয়া ও শাহিন মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সকালের দিকে শ্রীমঙ্গল সরকারী কলেজ সেন্টার ধানের শীষের এজেন্টকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোটারার জানান, ভোট গ্রহনের আগে পুলিশ ধানের শীষের প্রধান এজেন্ট জালাল মিয়া ও শাহীন মিয়া আটক করে। এসময় আরো দুইজন এজেন্টকে পুলিশ মারধর করে হাসপাতালে ভর্তি করেছে।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক রুবেনা বেগম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানার সেকেন্ড অফিসার রাব্বী স্যার তাদেরকে আটক করে থানায় নিয়েএসেছেন। কি কারণে আটক করা হয়েছে তা আমি জানি না।
মৌলভীবাজার -৪ আসনের বিএনপির প্রার্থী মো.মুজিবুর রহমান চৌধুরী হাজী মজিব বলেন, শ্রীমঙ্গল উপজেলার সবকটি কেন্দ্রে থেকে প্রায় ৮০% এজেন্ট বের করে দেয়া হয়েছে। দুইজনকে এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা ১০/১২জন এজেন্টকে মারধর করেছে।
অপরদিকে মৌলভীবাজার-২ ,কুলাউড়া আসনের শেখ রাসেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও আওয়ামীলীগ দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪০ মিনিট ভোট গ্রহন স্থগিত থাকে। পরে যথারিতি আবার ভোট গ্রহন শুরু হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারপরও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।