নাসের রহমানের সংবাদ সম্মেলন,৬৬ আসনে ভোট স্থগিত রাখার দাবি

 

বিশেষ প্রতিনিধি:

অনেকটা শান্তিপুর্ণ পরিবেশেই মৌলভীবাজার জেলার ৪টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে মৌলভীবাজার-২ আসনে দুই জোটের প্রার্থীর এজেন্টরা অনেকটা সহঅবস্থানে থেকে দিনভর নির্বাচনী কার্য্যক্রম চালিয়েছেন।

শীতের ঠান্ডা আর বোর মৌসুম হওয়ায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। গতকাল রোবরার ভোট চলাকালে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, অধিকাংশ এলাকায় সুনশান নিরবতার মধ্যেই ভোট গ্রহণ চলছে। তবে ব্যাতিক্রম ছিল মৌলভীবাজার -২ আসন এলাকা। মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও দুই জোটের প্রার্থী ও সমর্থকরা ভোটের পুরো সময় সরব ছিলেন। রোববার বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় ২ ঘন্টা জালালাবাদ হাই স্কুল, গুড়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রীপুর হাইস্কুল,শ্রীপুর জালালিয়া মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখাগেছে, ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। শ্রীপুর প্রাইমারি স্কুলে ধানের শীষের কর্মী রিয়াজ আহমদ জানান, ভোট গ্রহণে কোন সমস্যা হচ্ছে না। কাদিপুরের ইউসুফ মিয়া বলেন,বোর জমি প্রস্তুতের মৌসুম হওয়ায় অনেকেই সকালে হাওরে কৃষিকাজে চলে গেছেন। হালচাষ করে ফিরে এসে ভোট দিতে আসছে। এদিকে দুপুরে মৌলভীবাজার-৪ আসনের পূর্ব কালেঙ্গার মো:ইলিয়াছ (এমপি) সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টার দিকে দুই প্রার্থীর স্থানীয় কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কমলগঞ্জ থাকা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নাসের রহমানের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও মৌলভীবাজার -৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী নাসের রহমান তার নির্বাচনী এলাকার ৬৩ টি কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছেন।

রোবরার ভোট শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগে নিজের বাহারমর্দানের গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি মৌলভীবাজার সদর উপজেলার ২৬টি মৌলভীবাজার পৌরসভার ১৩টি এবং রাজনগরের ২৭টিসহ মোট ৬৬ আসনে ভোট স্থগিত রাখার দাবি করেছেন।

সংবাদসম্মেলনের লিখিত বক্তব্যে নাসের রহমান বলেন, ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম, জাল ভোট ও পুলিশের সহায়তায় আওয়ামীলীগের কেন্দ্র দখল করে সিল মারা ও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে তিনি এসব কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখার দাবি করেন।

শেয়ার করুন