নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়েছে।
বই উৎসবে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, আনোয়ারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাহবুব আহমেদ ছালেহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, দি বাডস রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কমান্ডার (অব) জাফর আহমদ চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জহর তরপদার, মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি ঝলক চক্রবর্তী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সেঁজুতি দেবী শুচি প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন জানান, উপজেলার ৪৭টি স্কুল ও মাদরাসায় ৩১ হাজার ১৬২ জন শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৫৩১টি বই বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, শ্রীমঙ্গলে ১৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ১লাখ ৮৫ হাজার ২৪৩টি বই বিতরণ করা হচ্ছে।
উৎসবে সংগীত ও নাটক পরিবেশন করেন প্রাথমিক শিক্ষা পরিবার ও মাধ্যমিক শিক্ষা পরিবারের শিল্পীরা। উৎসবটি চলে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।