বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতারের নিন্দা ও তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে জরুরি সভা করেছে খুলনায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবে এই জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ। যৌথসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব।
সভায় বক্তব্য রাখেন খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফুল হক, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন বাবু প্রমুখ। বক্তারা পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
.সভায় দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে পত্রিকাটির খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্যার বিরুদ্ধে আজ মঙ্গলবার (১ জানুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এ মামলায় আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের বাইরে থেকে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সাংবাদিক পরিচয় থাকা সত্ত্বেও তাকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। বিচারক হেদায়েৎকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করায় আগামীকাল বুধবার তাকে আবারও আদালতে হাজির করার সম্ভাবনা রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় অপর আসামি দৈনিক মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলাম।