খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
১লা জানুয়ারি ২০১৮ (মঙ্গলবার) নতুন বছরের শুরুতে উৎসব মূখর পরিবেশে মৌলভীবাজারে বই বিতরণ উৎসব পালিত হয়।
দুপুর ১২ টার সময় শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্থরের বিনামূল্যের বই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় চার লাখ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক সবমিলে ৩৪ লাখ ২২ হাজার বই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা আওয়ামীলিগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল ওয়াদুদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়োজিদ খান।