সিলেট রাজনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রাজনগর প্রতিনিধি :: মৌলভীজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় সংঘর্ষে আরো ৬ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৭টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর (চরকারপাড়) গ্রামে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর (চরকারপার) গ্রামের মাহমদ মিয়া ও তার পাশের বাড়ির আফতাব মিয়ার সঙ্গে কাউয়াদীঘি হাওরের কাপনিয়া বিলের দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

মঙ্গলবার (০১ জানুয়ারী) সন্ধ্যায় এ নিয়ে কথা কটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্র ‌’জাঠার’ আঘাতে মাহমদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহতরা হলেন- আরফান মিয়া (৪০), হোসেন আলী (৩০), আলী মিয়া (৩৫), রহমত আলী (৪৫), মাহমুদ আলী (৬০) ও মানিক মিয়া (৪০)। আহতদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে এসআই শামছুর রহমানের নেতৃত্বে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহতের ময়নাতদন্ত শেষে লাশ বুধবার বিকালে পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) শংকর নন্দী মজুমদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আনোয়ার মিয়া নামে একজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন