রাজনগর থানার আহত ওসি শ্যামল বণিককে দেখতে হাসপাতালে, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল

মৌলভীবাজার প্রতিনিধি:
ভোটের দিন নির্বাচনে দায়িত্ব পালনকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের নির্বাচনী ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের হামলায় আহত ওসি শ্যামল বণিককের সাথে দেখা করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বিপিএম।
বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন। তিনি তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন। তার চিকিৎসায় যেন কোন ক্রটি না হয় তার উন্নত চিকিৎসার ব্যবস্থাও করেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বিপিএম রাতে এতথ্য নিশ্চিত করেন। তবে এঘটনায় মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত: জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রাজনগর থানা ওসি শ্যামল বণিক ও ওসি তদন্তসহ১২ জন আহত হন। তারমধ্যে গুরুতর আহত ওসি শ্যমল বণিকসহ ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩০/৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় হামলা চালিয়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
জানা গেছে, রাজনগর উপজেলার সোনাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। এ সেন্টারে মোট ভোটার ২ হাজার ৭০৯। ভোটের ফলাফল ঘোষণার পূর্বেই ওই এলাকার এলাকাবাসী দেশীয় অস্ত্রসহস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রাজনগর থানার ওসি শ্যমল বণিক, ওসি তদন্ত আবুল কালাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, এএসআই সবুজ মিয়া, এএসআই ইমাম হোসেন, কন্সটেবল কাউসার আলম, হিমেল, সেলিম আহমদ, শফিকুল ইসলাম, আনসার সদস্য রানী বেগম, মসুদ মিয়া, নাজমা বেগম, আসাদুজ্জামান খান রাসেল আহত হয়েছেন।

শেয়ার করুন