গতকাল থেকেই মনের ভিতর সেই ছোট বেলার ভোটের স্মৃতি গুলো ঘুরে বেড়াচ্ছে। ১৯৭৭ সাল বা ১৯৭৮ সাল হবে, মনে হয়। নির্বাচন কি তখন কিছুই বুঝি না। শুধু একটা শব্দ নতুন জেনেছি ভোট। কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কে বলেছিল মনে নেই আজ যে ভোট উপলক্ষে ওই দিন সন্ধ্যার পর থেকেই সারা রাত বাংলা সিনেমা দেখাবে। সেই শুনে আমাদের ভিতর কি উত্তেজনা। তখনও পাড়াতে সবার বাসায় টিভি আসেনি। ঝর্না বললো ওদের চাচার বাসায় টিভি আছে, ঠিক হলো আমাদের ছয় সাত বছর বয়সী বন্ধুর দল ওই বাসাতেই টিভি দেখবো। আম্মাকে কিভাবে রাজি করানো হয়েছিল আজ আর মনে নেই। কিন্তু আমরা সবাই রাতের খাবার খেয়ে দল বেঁধে হাঁটতে হাঁটতে ওই বাসায় গিয়ে হাজির। আজও মনে পরে একটু সিনেমা দেখায় তো তার একটু পর ‘আপনাদের নির্বাচনের সর্বশেষ খবর জানাতে স্টুডিওতে নিয়ে যাচ্ছি’ বলেই ভোটের খবর। কিন্তু আমাদের ধৈর্য্যএর ঘাটতি ছিল না। মনে আছে এখনো সিনেমাটার নাম ছিল ‘১৩ নাম্বার ফেকু ওস্তাগার লেন’। ভীষণ হাসির সিনেমা ছিল। ভোটে কে জিতবে কে হারবে তা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা ছিল না। আমাদের ক্ষুদ্র দলটির সিনেমা নিয়েই সব মনযোগ ছিল। তাই এরপরও যখন ভোট এসেছে আমার ছোটবেলায়, আমার মধ্যে কাজ করতো ভোট মানেই সিনেমা দেখা আর আনন্দ। আর সময় গড়াতে গড়াতে আজ যেন ভোট মানেই এক সিনেমা হয়ে দাঁড়িয়েছে।
স্মৃতিচারণ
শেয়ার করুন