নবনির্বাচিত ৪ সংসদ সদস্যের মধ্যে ৩জন শপথ নিলেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনের নবনির্বাচিত ৩জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। তবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেননি।

বৃহস্পতিবার ৩ জানুয়ারী বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এসময় মৌলভীবাজার জেলার ৩টি আসনের নবনির্বাচিত ৩জন সংসদ সদস্য তাদের সাথে শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যবৃন্দ হলেন- মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত মোঃ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসন থেকে নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ আসন থেকে উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ ।

সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

 

শেয়ার করুন