মারুফ খান মুন্না :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে সিলেটেও নৌকার জয়জয়কার ছিলো। সিলেট
বিভাগের ১৯টি আসনের ১৭টিতেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে মহাজোট নেতৃত্বাধীন নৌকা মার্কার প্রার্থীরা। স্বাধীনতার পরবর্তী সময় থেকে
যেকোন ক্ষমাতাসীন দলে বৃহত্তর সিলেট থেকে এক বা একাধিক সাংসদ মন্ত্রিসভায় ঠাঁই পান। এবারেও, বর্তমান মন্ত্রীসভার দ্বায়িত্বে থাকা সিলেটের
তিন সাংসদসহ অন্তত ১০জন এমপিকে মন্ত্রীসভায় দেখতে চান সিলেটবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টায় ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিজয়ী ১৭ সাংসদসহ সারাদেশের ২৯১জন সাংসদ জাতীয়
সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করেন। ১০ জানুয়ারির মধ্যেই গঠিত হতে পারে নতুন মন্ত্রীসভা। মন্ত্রীসভায় কারা স্থান পাচ্ছেন এ নিয়ে
আলোচনায় পুরো দেশ। সিলেট চার জেলা থেকে নির্বাচিত মহাজোটের ১৭ এমপির মধ্যে নিজ নিজ আসনের জনগণ তাদের নির্বাচিত সংসদ
সদস্যকে মন্ত্রীসভায় দেখতে চায়। এক্ষেত্রে এগিয়ে সিলেট জেলা। অর্থনৈতিক ও রাজনীতিক দিক থেকে মর্যাদাপূর্ণ স্থান সিলেট। আর তাই সিলেটের
৫টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখতে চায় নিজস্ব এলাকার লোকজন।
সিলেট-১ থেকে নির্বাচিত হয়েছেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই ড.একে আব্দুল মোমেন। অর্থমন্ত্রী মুহিতের পাশাপাশি
মোমেনকেও সংসদে পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী। গুঞ্জন রয়েছে অর্থনিতিবিদ ও জাতিসংঘের সাবেক এই রাস্ট্রদূত নতুন মন্ত্রীসভায়
পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। সিলেট-৪ থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত ইমরান আহমদকেও মন্ত্রীসভায় দেখতে চায় গোয়াইনঘাট-জৈন্তাপুরবাসী।
বারবার নির্বাচিত এ সাংসদকে মন্ত্রীসভায় ঠাই দিতে ইতিমধ্যে জোর দাবী তুলেছেন তারা। সিলেট-৫ থেকে নির্বাচিত সাংসদ ড. হাফিজ আহমদ
মজুমদার সিলেটের অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে দারুণ অবদান রেখেছেন। জকিগঞ্জ-কানাইঘাটবাসীর প্রাণের দাবী পিছিয়ে পড়া এই এলাকার উন্নয়নে
নতুন মন্ত্রীসভায় তাকে স্থান দিতে হবে। সিলেট-৬ থেকে নির্বাচিত বর্তমান শিক্ষামন্ত্রী আবারো মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন।
মৌলভিবাজার জেলার ৪টি আসনের ৩টিতে নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী। এবার মন্ত্রী হওয়ার আলোচনায় আছেন- মৌলভীবাজার-৪ আসনে
৬ষ্ঠবারের মত নির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুস শহীদ। মৌলভীবাজার-১ আসনে ৪র্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের
হুইপ শাহাব উদ্দিন।
সুনামগঞ্জের ৫টি আসনের ৫টি থেকেই নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থীরা। সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বর্তমান অর্থ ও পরিকল্পনা
প্রতিমন্ত্রী এমএ মান্নানকে নতুন মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চান সুনামগঞ্জবাসী। এছাড়া সুনামগঞ্জ থেকে আলোচনায় রয়েছেন সাবেক মন্ত্রী
সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী সুনামগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত জয়া সেন গুপ্তা।
হবিগঞ্জের ৪টি আসনের মহাজোটের নির্বাচিত প্রার্থীদের মধ্যে আলোচনায় হবিগঞ্জ-৪ থেকে অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি সিলেট বিভাগে
সবচেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া হবিগঞ্জ থেকে বাংলাদেশ ব্যংকের সাবেক গভর্ণর ফরাস উদ্দিনও মন্ত্রীসভায় সুযোগ পেতে
পারেন-এমন কানাঘূষাও চলছে।
সিলেট থেকে মহাজোটের নির্বাচিত সংসদ সদস্য:- সিলেট-১: ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩: মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪:
ইমরান আহমদ চৌধুরী, সিলেট-৫: হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১: মো. শাহাব উদ্দিন,
মৌলভীবাজার-৩: নেছার আহমদ, মৌলভীবাজার-৪: মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-১: শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২: অ্যাডভোকেট আবদুল
মজিদ খান, হবিগঞ্জ-৩: অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪: অ্যাডভোকেট মাহবুব আলী, সুনামগঞ্জ-১: মোয়াজ্জেম হোসেন রতন,
সুনামগঞ্জ-২: জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৩: এম এ মান্নান, সুনামগঞ্জ-৫: মহিবুর রহমান মানিক। এই ১৭ জনের মধ্য থেকে অন্তত ১০ জন
নতুন মন্ত্রীসভায় স্থান পেতে চালাচ্ছেন জোর তদবির। এছাড়া বর্তমান অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ফরাস উদ্দিনও রয়েছেন
আলোচনায়।
এমপিদের শপথ নেওয়া শেষ। এবার অপেক্ষা নতুন মন্ত্রীসভার। সিলেট থেকে কে বা কারা যাচ্ছেন মন্ত্রীসভায় সেই অপেক্ষায় সিলেটবাসী।