খ ম জুলফিকার, মৌলবীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গাইড কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা ৪ জানুয়ারি জেলা শিক্ষা অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গাল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাবেক গার্ল গাইড কমিশনার বেগম নূরজাহান সুয়ারা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মইনুল হক। জেলার সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়গন, উপজেলার একাডেমিক সুপারভাইজার বৃন্দ বাংলাদেশ গার্ল গাইড এর সকল উপজেলার কমিশনার ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রঃ শাখা সম্পাদক