বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের চার বারের সংসদ সদস্য মো: শাহাব উদ্দিন বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মন্ত্রীপরিষদ থেকে মুঠোফোনে মো: শাহাব উদ্দিনকে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ৭ জানুয়ারি বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করবেন বলে জানা গেছে। রোববার বেলা দুইটায় মুঠোফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোঃ শাহাব উদ্দিন এমপি। এদিকে শাহাব উদ্দিন বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন-এমন খবরে তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। বিকেলে বড়লেখা উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরশহরে আনন্দ মিছিল ও একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে।
মোঃ শাহাব উদ্দিন এমপি দশম জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করেন। এর কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হুইপ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালের নবম ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচিত হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার। এলাকার মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শাহাব উদ্দিনকে হুইপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নির্বাচনের প্রচারণায় পাশ করলেই পূর্ণ মন্ত্রীর বিষয়টি গুরুত্বের সাথে স্থান পায়।
চারবারের নির্বাচিত সৎ, সজ্জন এই সংসদ সদস্যকে এবার পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করেননি তার নির্বাচনী এলাকার লোকজনসহ দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী বলেন, ‘শাহাব উদ্দিনকে মন্ত্রী হিসেবে নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড়লেখা ও জুড়ী উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এক প্রতিক্রিয়ায় শাহাব উদ্দিন এমপি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ পাওয়া আমার একার নয়, বড়লেখা-জুড়ীবাসী তথা মৌলভীবাজার বাসীর। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে আওয়ামী লীগ প্রাথী মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রাথী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে পান ৬৫ হাজার ৮১৪ ভোট।

শেয়ার করুন