»এক্সক্লুসিভ»কমলগঞ্জে উদ্ধার আহত মৌটুসি পাখি রাতে মারা গেছে
কমলগঞ্জে উদ্ধার আহত মৌটুসি পাখি রাতে মারা গেছে
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
প্রনীতরঞ্জনদেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে আহতাবস্থায় উদ্ধার মৌটুসি পাখিটি রাতেই মারা গেছে। শুক্রবার ৪ জানুয়ারি বিকেলে মুন্সীবাজার এলাকা থেকে আহতাবস্থায় এ পাখিটিকে উদ্ধার করে প্রাণীবিদ তানিয়া খান কালেঙ্গা বনাঞ্চলে প্রাণী পরিচর্যা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পাখিটি মারা যায়।
মৌলভীবাজারের কালেঙ্গা প্রাণী পরিচর্যা কেন্দ্র সূত্রে জানা যায়, প্রাণী গবেষনার জন্য তানিয়া খানের নেতৃত্বে একদল প্রাণীবিদ কমলগঞ্জের লাউয়াছড়া, কালেঙ্গা ও বর্ষিজোড়া বনাঞ্চলে কাজ করছিলেন। শুক্রবার বিকেলে মুন্সীবাজার এলাকায় বৈদ্যুতিক তারে আঘাতপ্রাপ্ত হয়ে একটি মৌটুসি পাখি মাটিতে পড়েছিল। প্রাণীবিদ তানিয়া খান সেটিকে উদ্ধার করে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কমলগঞ্জের কালেঙ্গা প্রাণী পরিচর্যা কেন্দ্রে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করছিলেন। অবশেষে শুক্রবার রাতেই এই মৌটুসি পাখিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শনিবার দুপুরে প্রাণীবিদ তানিয়া খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে বেশ আহত হয়েই পাখিটি মাটিতে পড়েছিল। সেটিকে উদ্ধার করে সেবা দিয়ে সুস্থ্য করে তুলার চেষ্টা করা হয়। তবে রাতেই পাখিটি মারা গেছে।