কুলাউড়ায় সিগারেট পানে বাধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের শহরের উত্তর বাজারস্থ ‘বিজয় বাংলা’ হোটেলের পিছনে নিজ বাসার গেইটের ভিতরে সিগারেট পানে বাধা দেয়ায় আব্দুল কাইয়ুম মাজু (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে কয়েকজন বখাটে।

৬ জানুয়ারী রবিবার রাতে এঘটনায় ৪ জনের নামোল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মাজু।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারে নির্মাণাধীন নিজ মার্কেটের নির্মাণ শ্রমিকদের টাকা দিতে নিজ বাসা থেকে বের হন মাজু। এসময় বাসার সামনের প্রধান গেইটের ভেতরে শহরের মাগুরা এলাকার তারা মিয়ার ছেলে তুষার আহমদ (১৮), দক্ষিণ জয়পাশা এলাকার হিরা বক্সের ছেলে পলক বক্স (১৯), চাতলগাও এলাকার মো. লেবু মিয়ার ছেলে মো. ওমর (১৯), ফরমুজাবাদ এলাকার আবু তাহেরের ছেলে মো. নিয়াদ (১৮)-সহ কয়েকজন বখাটে সিগারেট পান করছিলো। মাজু ওই ছেলেদের গেইটের সামনে থেকে সরে দাড়াতে বললে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে কোন কিছু বুঝার আগেই তারা মাজুর উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে তাদের কাছে থাকা ছুরি দিয়ে মাজুর মাথার ডান ও বাম পাশে কোপাতে থাকে। এক পর্যায়ে মাজুর পকেটে থাকা নগদ ১৯ হাজার ৫শত টাকা লুট করে নিয়ে যায় তারা। এসময় মাজু চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন এসে আহতবস্থায় মাজুকে উদ্ধার করে। এসময় তুষার, পলক, ওমর, মিহাদসহ অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যায়। আহত মাজুকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।

মামলার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন