শ্রীমঙ্গলে এনা বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট সড়কে সখিনা সিএনজি পাম্প সংলগ্নে এনা পরিবহন বাস ও বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে এক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।

শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ এ সড়ক দূর্ঘটনা নিশ্চিত করেন স্থানীয়রা জানায় সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সি এনজি গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট সড়কে সিলেটগামী এনা বাস ও ঢাকাগামী বাংলাদেশ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রাজশাহীর আনিসুর রহমান, নাটোরের হানিফ বেপারি, শ্রীমঙ্গলের করিম মিয়া।

আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে।

শেয়ার করুন