শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে একজন মোটর সাইকেল আরোহী মারা গেছে। রবিবার ৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলে হাউজিং স্টেট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মৌলভীবাজার থেকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন তানভীর ও রিয়াদ। পথিমধ্যে হাউজিং স্টেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মটরসাইকেলটিকে চাপা দেয়। গুরতর আহত অবস্থায় মটরসাইকেল চালক রিয়াদ ও আরোহী তানভীর কে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তানভীর কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হলে রাত সাড়ে আটটার দিকে মারা যায় তানভীর।
শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি জানান,নিহতের পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আমরা নিহত তানভীরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে দিয়েছি
অপরদিকে আহত মটর সাইকেল চালক রিয়াদ শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন,তার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।