বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ৬ জানুয়ারি রোববার রাত ৮টায় কানাডার টরন্টোর ড্যানফোর্থে এক শোকসভার আয়োজন করে কানাডা আওয়ামী লীগ। কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। সহ- সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল সামছুল, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, অন্টারিও আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হাসান, কানাডা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা রাধিকা রঞ্জন চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম, জামাল উদ্দিন নান্নু, হেলাল উদ্দিন, নিতাই রায়, ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, শাকিল, সিকান্দার আলী, মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ আরও অনেকে।
পরিশেষে সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর দোয়া এবং তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বিজ্ঞপ্তি