মাধবকুন্ড এলাকায় পর্যটনের বাস উল্টে আহত ১২

খ ম জুলফিকারঃ

মৌলভীবাজার জেলার বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৬ জন।

১২ জানুয়ারি (শনিবার) দুপুর ১টায় মাধবকুণ্ড সড়কের গৌড়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাধবকুণ্ডে আনন্দভ্রমণে যাচ্ছিলো সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পথে মাধবকুণ্ড সড়কের খলাগগাও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে (সিলেট জ- ০৪-০১৬৯) বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মোট ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুধাংশু বলেন, আহত অবস্থায় ১২ জন পর্যটক হাসপাতালে আসেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ছয় ৬ কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন