মৌলবভীবাজারে ইয়াবাসহ যুবক আটক

খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার শহরের ৭ নং ওয়ার্ড (কাজীরগাঁও এলাকা) থেকে আয়াত আহমেদ রায়হান (২৮) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সে শহরের পূর্ব সুলতানপুর এলাকার শওকত উল্লাহর ছেলে।

শেয়ার করুন