সিলেট উৎসব ২০১৯ ইতালী, শিল্পপতি মাহতাবুর রহমান নাছির ও জালালাবাদ এসোসিয়েন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমের সাক্ষাত

জালালাবাদবার্তা.কমঃ

বাংলাদেশের গর্ব বিশিষ্ট শিল্পপতি এন আর বি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান, জালালাবাদ এসোসিয়েশনের আজিবন সদস্য জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাছির (সি আই পি) এর আমন্ত্রনে দুবাইতে উনার নিজ বাস ভবনে গত ১১ই জানুয়ারী রোজ শুক্রবার এক সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয় জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম ও বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালীর সভাপতি আরমান উদ্দিন স্বপনের সাথে। এসময় জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলিউদ্দিন শামীম বলেন, “আমরা ২০১৯ সিলেট উৎসব ইতালীতে উদযাপন করতে আগ্রহী যদি ঢাকা কেন্দ্রীয় অফিস অনুমতি দেন, এজন্যই আমরা ঢাকা যাচ্ছি কেন্দ্রীয় সভাপতি, সাধারন সম্পাদকসহ বৃহত্তর সিলেট তথা সিলেট বিভাগের বিশিষ্ট জনের সাথে সাক্ষাত করবো এবং সকলের পরামর্শ নিয়েই ঢাকা থেকে তারিখ ঘোষনা করা হবে।“ উক্ত সিলেট উৎসবে সভাপতি শামীম শিল্পপতি নাছিরকে অগ্রীম আমন্ত্রন জানান ও সহযোগিতা কামনা করেন। উত্তরে জনাব নাছির অভিনন্দন জানিয়ে বলেন, “আমি জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য, তার চাইতে বড় কথা আমি শাহ্ জালাল ও শাহ পরানের পূন্যভূমি সিলেটের সন্তান সিলেট উৎসব মানে আমাদের নিজেদের উৎসব আমি অবশ্যই অংশগ্রহন করবো” এবং তিনি সহযোগিতার আশ্বাস দেন।

মাহতাবুর রহমানের আপ্যায়নে সিলেটের রকমারী খাবার মাহতাবুর রহমানের পরিবার ও সভাপতি অলিউদ্দিন শামীমের পরিবার একসাথে দুবাইতে মাহতাবুর রহমানের নিজস্ব বাসভবনে মধাহ্নভোজ করেন। বর্তমানে জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলিউদ্দিন শামীম সিলেটে অবস্থান করছেন। এসময় তিনি সিলেট সিটি কর্পোরেশনে়র জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরীসহ সিলেটের বিশিষ্ট জনের সাথে সাক্ষাত করে ইতালীতে সিলেট উৎসবের আমন্ত্রন জানাবেন। এছাড়াও ঢাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাক্ষাত করে উৎসবের তারিখ ঘোষনা করবেন।

শেয়ার করুন