হাজিপুর প্রতিনিধি, জালালাবাদবার্তা.কমঃ
দীর্ঘ ২৩ দিন কারাভোগের পর জামিন পেলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজিপুরবাসীর অভিবাবক, সাবেক সফল চেয়ারম্যান, বিএনপি’র কান্ডারী, প্রবিণ রাজনীতিবিদ জননেতা মাহমুদ আলী।
গত ১৩ জানুয়ারী রবিবার বিকালে জামিনে মুক্তি পেয়ে তিনি ফিরে আসেন তাঁর প্রাণপ্রিয় হাজিপুরবাসীর বুকে। শীতের তীব্রতাকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে কটারকুনা ও রেলগেইট বাজারে। প্রিয় মানুষটির মুক্তির আনন্দে যেন পুনরায় প্রাণ ফিরে পেলো হাজিপুরবাসী। ১৩ তারিখ সকালেই পাইকপাড়া গ্রামের গাজী জাবের আহমেদ তাঁর ফেইসবুক পোষ্টে লিখেন, “আলহামদুলিল্লাহ্ জনাব Md Mahmud Ali চাচা জামিন পেয়েছেন, সব কিছু ঠিকটাক থাকলে বিকেল ৫.০০ টায় উনি বেরুবেন। সবাই জেলগেটে চলে আসুন হাজীপুর ইউনিয়নের এই অভিবাবককে বরণ করি।“ খবরটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে হাজিপুরের সর্বত্র। সাবেক সফল এই চেয়ারম্যানকে বরণ করে নিতে বিকাল থেকেই কটারকুনা ও রেলগেইট বাজারে নামতে শুরু করে মানুষের ঢল, সবার চোঁখে আনন্দের উল্লাস। প্রায় একমাস পর নিজের মাটিতে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে জনাব মাহমুদ বলেন, “আজ আপনাদের দোয়ায়ই আমি আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ ও অকৃত্রিম ভালবাসা।“
সুত্রে প্রকাশ, গত ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার হাজিপুর ইউনিয়নের বিলেরপার সুলতান মুহাম্মদ মনসুর আহমদের ধানের শীষের কার্যালয় থেকে মিথ্যা রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামী হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোষাকধারী কিছু সংখ্যক সদস্য তাকে তুলে নিয়ে যায়।