»এক্সক্লুসিভ»এবার মৌলভীবাজার-৪ আসনের ৬ষ্ট বারের সাংসদ ড.আব্দুস শহীদের কন্যা ঢাকা বিভাগের নারী আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন উম্মে ফারজানা !
এবার মৌলভীবাজার-৪ আসনের ৬ষ্ট বারের সাংসদ ড.আব্দুস শহীদের কন্যা ঢাকা বিভাগের নারী আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন উম্মে ফারজানা !
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
সাইফুল ইসলাম
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে ফারজানা।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত মহিলা আসন ঢাকা বিভাগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উম্মে ফারজানা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি’র জৈষ্ঠ কন্যা।
সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদের পিও ইমাম হোসেন সোহেল বলেন, সংরক্ষিত মহিলা আসন ঢাকা বিভাগের বনানী চেয়ারম্যান বাড়ী তার নির্বাচনী এলাকার বাসিন্দা। তিনি ওই আসনে নারী এমপি হতে চান।’
সংরক্ষিত নারী আসনে প্রার্থী উম্মে ফারজানা মঙ্গলবার রাতে এতথ্য নিশ্চিত করেন।
উম্মে ফারজানা
প্রসঙ্গত: ১৫জানুয়ারী মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম বিক্রি করা শুরু করে আওয়ামী লীগ।আগামী ১৮ জানুয়ারি শুক্রবারের মধ্যে তাদেরকে মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে।