সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (র.) মাজারে দুইদিন ব্যাপী ৬৭৮ তম ওরস মোবারক চলছে জালালাবাদ বার্তা ডট কম । প্রকাশিতকাল: 16 January 2019, 6:40 am মৌলভীবাজার প্রতিনিধি: উপ-মহাদেশের অন্যতম সাধক হযরত শাহ্ জালাল (র.) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (র.) মাজারে দুইদিন ব্যাপী ৬৭৮ তম ওরস মোবারক চলছে। মাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারী মঙ্গলবার বাদ আছর মিলাদ মাহফিল ও গরু জবেহ মাধ্যমে দুইদিন ব্যাপী ওরস শুরু হয়। বুধবার সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানো হয়। ওইদিন রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। ওরসে উদযাপন পরিষদ কর্মসূচীর মধ্যে রয়েছে, মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো,পাশাপাশি ভক্তরা মাজার জিয়ারত, জিকির আজকার ও শিরনী বিতরণ। গরু জবেহ ও গিলাফ চড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের এমপি মো. নেছার আহমদ, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) দরগাহ শরিফের মোতায়াল্লি সৈয়দ খলিল উল্ল্যাহ ছালিক জুনেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সমাজসেবী সৈয়দ আব্দুল বাছিত, সৈয়দ সাহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকনসহ অন্যান্যরা। এদিকে ওরস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মাজার প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসেছে। ওরস ও মেলায় আগত আশেকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন,‘ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার এলাকায় পুলিশের ক্যাম্প পাশাপাশি সাদা পোষাকে দায়িত্ব পালন করছে পুলিশ।’ প্রসঙ্গত:হযরত সৈয়দ শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন। শেয়ার করুন Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email