কুলাউড়ায় টিলা কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজার-টিলা-কাটা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে  টিলা কাটার অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদীউর রহিম জাদিদ

১৭জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে একটি টিম ব্রাহ্মনবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় উপস্থিত হয়। এসময় মাটি বহনকারী একটি ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়।

তারা হলেন, একই এলাকার আব্দুল বাছিত, লাল মিয়া ও শফিকুর রহমান।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৩ ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ  এতথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন