- তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দঘন পরিবেশে এক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় শ্রীমঙ্গলস্থ শাহীবাগ এলাকায় সৈয়দ আম্বর আলী ডেইরী ফার্ম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীমঙ্গল ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট’র চেয়ারম্যান আলহাজ্ব মো: ছায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার মো. নুর হোসাইন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আম্বর আলী ডেইরী ফার্ম এর চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন, শাহীবাগ এলাকার বিশিষ্ট মুরব্বী ও গন্যমান্য ব্যাক্তি মো: ইদ্রিছ মিয়া, মহিউদ্দীন ছগীর, শিক্ষক আউয়াল তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা মিল্টন বড়–য়া, ডুবাই প্রবাসী রুমেল আহমেদ, ওমান প্রবাসী সুমন আহমেদ, ইনপুট বাংলা’র চেয়ারম্যান জাকির হোসেন মুমিন, জনপ্রতিনিধি হাসান সারোয়ার জনি প্রমুখ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরষ্কার তুলে দেন। ফাইনাল খেলায় বিজয়ী দলকে প্রাইজ মানি ৫ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩ হাজার টাকা পুরস্কিত করা হয়। খেলায় রিপু-জিসানকে হারিয়ে আউয়াল-সৈকত বিজয়ী হয়।
শ্রীমঙ্গলে শাহীবাগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
শেয়ার করুন