সিলেটে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি, সিলেটঃ

শুক্রবার ১৮ই জানুয়ারী রোটারী ক্লাব অব সিলেট এর পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে এক সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান ডাঃ মোঃআব্দুল মুক্তাদির কোরেশী (সুমন)এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলিমুর রেজা চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভার শুরুতেই সিলেট বিভাগের দায়ীত্বরত জালালাবাদ এসোসিয়েশনের সদস্য রোটারীয়ান তাহমিদা আহাদ রোজি, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে পরিচয় করিয়ে দেন ক্লাবের প্রায় সকল রোটারীয়ানদের সাথে। তারপর ক্লাবের সকল রোটারীয়ান নিজ নিজ পরিচয় দিয়ে বক্তব্য দেন এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি শামীমকে বক্তব্য দেওয়ার জন্য সেক্রেটারী রেজা চৌধুরী অনুরোধ করলে শামীম তার বক্তব্যে বলেন, “জালালাবাদ এসোসিয়েশন একটি প্রাচীনতম সংগঠন আমাদের বৃহত্তর সিলেটবাসীর হৃদয়ের স্পন্দন, সংগঠনটি ১৯৪৮ সাল হতে ঢাকা থেকে পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে সাড়া বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসীর মিলন মেলার এক অভিন্ন মাধ্যম। তারই ধারাবাহিকতায় ইউরোপের দেশ সদূর ইতালীতে প্রতিষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন ইতালী, ১৯৮৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন সকল ধরনের সামাজিক মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি অলিউদ্দিন শামীম বর্তমান সভাপতির দায়ীত্বরত আছি, জালালাবাদ এসোসিয়েশন সাড়া বিশ্বব্যাপী সিলেট উৎসব করে আসছে তারই ধারাবাহিকতায় সিলেট উৎসব ২০১৯ আমরা ইতালী এবং গ্রীসে উদযাপন করতে আগ্রহী এজন্য ইতিমধ্যে ইউ কে, ইতালী ও ফ্রান্সের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দগন ঢাকা এসে পৌছে গেছেন। আমরা সবাই ঢাকা কেন্দ্রীয় অফিস কাওরান বাজার জালালাবাদ ভবনে মিটিং করে আনুষ্টানিকভাবে উৎসবের তারিখ ঘোষনা করবো। আপনারা রোটারী ক্লাবের সবাইকে অগ্রীম আমন্ত্রন জানাচ্ছি।“

এদিকে রোটারী ক্লাব অব সিলেটের সভাপতি রোটারীয়ান ডাঃ সুমন প্রথমেই জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীমকে সম্মাননা স্বরুপ উপহার প্রদান করেন, পরে তার সমাপনি বক্তব্যে বলেন, “আমি ও আমাদেরই ক্লাবের বেশিরভাগ সদস্য জালালাবাদ এসোসিয়েশনের  আজীবন সদস্য, ধন্যবাদ আপনাকে আমাদের ক্লাবে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার জন্য, আমরা অবশ্যই সিলেট উৎসবে অংশগ্রহন করবো এবং আপনাদের কার্যক্রম প্রসংশনীয়। পরে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়, পরিশেষে বিভিন্ন ধরনের আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন ক্লাবের সভাপতি রোটারীয়ান ডাঃ মোঃ আব্দুল মুক্তাদির কোরেশী সুমন।

শেয়ার করুন