ছয়ফুল আলম সাইফুলঃ
কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হাজিপুর সোসাইটির উদ্যোগে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা আমির আলীর ‘বসতঘর’ গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১২ জানুয়ারী শনিবার বিকেল ৪টায় গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় কৌলা গ্রামে হাজীপুর সোসাইটি কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি মেজর অব. নুরুল মান্নান চৌধুরী তারাজ’র বাংলো বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীপুর সোসাইটি কুলাউড়ার সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামান, সাবেক বিআরডিবির সহ-সভাপতি মো. তালুকদার সাইফুল ইসলাম, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, কৌলা ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, সমাজ সেবক জমসেদ আলী, মো. আজির উদ্দিন, সুরুজ আলী, জসিম মিয়া, আনোয়ার মিয়া প্রমুখ।
পরে উপস্থিত সকল অতিথিরা মিলে আমীর আলীর বসতঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাজিপুর সোসাইটি কুলাউড়া প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণ কর কাজ করে আসছে। যা কুলাউড়ার সর্বমহলে প্রশংসা কুঁড়িয়েছে।