ক্যাবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারঃ

কুলাউড়া উপজেলার কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারী শুক্রবার রাত ৯টায় কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এস এস ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ও কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের সভাপতিত্বে এবং কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, গাজীপুর ক্যাবল নেটওয়ার্কের পরিচালক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিপ্লব সরকার, কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্বাধিকারী অ্যাসোসিয়েশনের সামছুর রহমান, ফেন্ডস স্যাটেলাইটের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দীপক ধর, চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি  রফিকুল ইসলাম স্বপন, হিংগাজিয়া আর এম  স্যাটেলাইটের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক  রমিজ মিয়া, অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক শরীফপুর ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী সাধন শর্ম্মা, ঘাটেরবাজার আনন্দ স্যাটেলাইটের স্বত্বাধিকারী ও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু তাহের তোয়াহিদ, অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক রুবেল আহমদ প্রমুখ।

সবশেষে উপস্থিত সকল অতিথিসহ কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সকলে নৈশভোজে অংশ নেন।

শেয়ার করুন