টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেলো সুনামগঞ্জ জেলা সমিতির পারিবারিক মিলনমেলা

চমন আফরোজ চৌধুরী, টরন্টো, কানাডাঃ

টরন্টোর বাংলা টাউন খ্যাত ভিক্টোরিয়া পার্ক এবং ডেনফোর্থের রেড-হট সিজলিং তান্দুরি রেস্টুরেন্টের সভাকক্ষে গত ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়ে গেলো সুনামগঞ্জ জেলা সমিতির পারিবারিক মিলনমেলা। এতে বাংলাদেশ থেকে আগত সুনামগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মইনুল হক চৌধুরী, উনার সহধর্মিনী শাহানা মনজুর চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার দেব এবং উনার জীবনসাথী শুভ্রা চৌধুরী উপস্থিত থেকে অনুষ্টানের সৌন্দর্য বৃদ্ধি করেন।

সংগঠনের সভাপতি রোটারিয়ান প্রফেসর আতাউর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক সোহেল মিয়ার সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক হিমাদ্রি রায় সঞ্জীব।
উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির প্রতিষ্টাতা সভাপতি ও নির্বাহী সদস্য রোটারিয়ান প্রফেসর মাশুক মিয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক ও সহ-সভাপতি নিরাঞ্জন দাস, সমিতির প্রতিষ্টাতা ও সহ-সভাপতি শামীম মিয়া, সমিতির প্রতিষ্টাতা ও নির্বাহী সদস্য নিতাই গোষ, নির্বাহী সদস্য বিদ্যুৎ রঞ্জন দে, উপদেষ্টা শাহ মাহবুব, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম জায়গীরদার, সহ-সম্পাদক সুকোমল রায়, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মইনুল হক চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার দেব, শাহানা মনজুর চৌধুরী এবং সমিতির সহ-সাধারন সম্পাদক রোটারিয়ান চমন আফরোজ চৌধুরী।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মইনুল হক চৌধুরী কে সমিতির পক্ষ থেকে আজীবন সম্মাননা পদক প্রদান করেন সমিতির উপদেষ্টা নিরুপমা দে এবং নিলুফার আজিজ আজীবন সম্মাননা পদক প্রদান করেন সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার দেবকে। শাহানা মনজুর চৌধুরী কে সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করেন রাহেলা মিয়া এবং জাহানারা হক সীমা ফুলের তোড়া প্রদান করেন শুভ্রা চৌধুরীকে।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনামুল হক (টি পু), সহ-সভাপতি মনোরঞ্জন তালুকদার নির্বাহী সদস্য নিতু দত্ত, সহ-সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন জেমি, উপদেষ্টা দেলোয়ার হোসেন বকুল, এডুকেশন এন্ড স্পোর্টস সেক্রেটারি খালিক আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান কামিল হোসেন, অর্থ সম্পাদক তুহিন মিয়া সহ আরও অনেকে।

সমিতির সভাপতির সহধর্মিনীকে ফুলের তোরা দিয়ে বরন করে নেন দেশ থেকে সদ্য আগত সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান কামিল হোসেনের সহধর্মিনী।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সফল সভাপতি।

 

শেয়ার করুন