খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত সবার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
২২ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকার ব্র্যাক সেন্টারের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ সামিউন মিয়া।
জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস এর একটি বাস অন্য একটি ট্রাককে দ্রুত গতিতে অতিক্রম করতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও লাইফ সেভিং কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) জয়নাল আবেদিন টিটু বলেন, আহত ৩ জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। আশঙ্কাজনক ওই ২ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হয়েছে।