এস আই সুমনঃ
শরীর, ছন্দ, আত্মা, মন, সংগীত—এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমাই হলো নৃত্য। কিংবদন্তি নৃত্যশিল্পী মার্থা গ্রাহাম বলেছেন, নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। পণ্ডিত বিরজু মহারাজ বলেছেন, নৃত্য হলো প্রকৃতি। হৃৎপিণ্ডের ধুকপুক শুনলেই বোঝা যায়, সে তার নিজস্ব ছন্দে নাচছে। শাস্ত্রীয় নৃত্য ও সংগীত মিলে মন ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে। নৃত্য খুব সহজেই সবার কাছে পৌঁছায় ও গ্রহণযোগ্যতা পায়। নৃত্যের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়, মানুষে মানুষে বিনিময় ঘটে, কথা হয়। নৃত্য এমনই একটা মাধ্যম, যা আমাদের আশা-আকাঙ্ক্ষাকে একটা আকৃতি দেয়, যা প্রত্যেকের ব্যক্তিক-অভিব্যক্তির জন্যও প্রয়োজনীয়। দুঃসময়ে-দুর্দিনে নৃত্য ও অন্যান্য উপস্থাপন-কলা মানুষের মধ্যে আনন্দ বিতরণ করে, যা আমাদের সত্তার ও সময়ের পরিচয় ঘটায়।
আর এই নৃত্য নিয়েই স্বপ্ন দেখছে মৌলভীবাজারের সদরে অবস্থিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী নবনীতা সরকার নদী। সে একজন আন্তর্জাতিক নৃত্য শিল্পী হতে চায়। নদী ইতিমধ্যে স্কুল পর্যায়ে ও ব্যাক্তিগত ভাবে একক এবং দলীয় জাতীয় নৃত্যশিল্পীর পুরস্কার লাভ করে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো. নাছিম ও বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর কাছ থেকেও নদী পুরস্কার লাভ করে। এদিকে নদী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই, এটিএন ও দেশ টিভিতেও নৃত্য পরিবেশন করে। নদীর ইচ্ছা সে একজন আন্তর্জাতিক পর্যায়ের নৃত্য শিল্পী হবে। বর্তমানে আর্থিক অসচ্ছলতার কারনে পিছিয়ে পড়ছে নদী নৃত্য শিল্পী হওয়ার স্বপ্ন ? সম্প্রতি আর্থিক অসচ্ছলতার কারনে জাতীয় পর্যায়ে একটি নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পাড়ছেনা নদী ? নবনীতা সরকার নদী একজন আন্তর্জাতিক মানের নৃত্য শিল্পী হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আসুন আমরা সবাই একটি মেয়ের প্রতিভাবিকাশ ও স্বপ্ন পূরনে এগিয়ে আসি।