কাউন্সিলর মাকসুদ বখ্‌ত এর দাফন কাজ সম্পন্ন

জালালাবাদবার্তা.কমঃ

মরহুম কাউন্সিলর মাকসুদ বখ্ত‌

সিলেট সিটি কর্পোরেশনের মিরাবাজার এলাকা থেকে তিন বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক কানাডার টরন্টোতে বসবাসরত শ্রদ্ধেয় মাকসুদ বখ্‌ত আজ ২৫ জানুয়ারী (শুক্রবার) সকাল ৮:৩০ মিনিটের সময় টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদ জুম্মা ডনল্যান্ড সাবওয়ে সংলগ্ন মদিনা মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। স্বল্প সময়ের মধ্যে জানাযার ব্যাবস্থা হওয়ার পরও শত শত মানুষের অংশগ্রহনে মসজিদটি ছিলো পরিপূর্ণ। জানাযার নামাজের পর তাঁর লাশ পিকারিং মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, সাপ্তাহিক দেশের আলো, জালালাবাদবার্তা.কম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 

শেয়ার করুন