হারানো সব দিন

পুণ্য পবিত্র আমার সিলেটের মাটি,
হাজার বেহেশত্ যেন সাজানো পরিপাটি।
শতশত যুগধারা বয়েছে এখানে,
ইতিহাসে সামান্য লিখা, বাকীসব গভীর শয়নে।
শতসহস্র যুগের পর যুগ,
ডুবে গেছে সিন্ধুজলে, বাঁচিবার পায়নি সুযোগ।
ছোট ছোট রাজ্য রাজা, জ্ঞানী মহাজন,
কাব্য কবি, ওলী, দরবেশ, সাধক, সজন।
সাক্ষ্যি আজ পুড়াবাড়ী শতশত দিঘী,
আজিও অতীত বানী প্রাণে উঠে জাগি।
গ্রামে গ্রামে মাযার আর সাথে উপখ্যান,
ইতিহাসের মসলা আর সাক্ষ্যি প্রমাণ।
ঢাকাদক্ষিণে আজ, শ্রী চৈতন্যের প্রদীপ্ত ছবি,
অন্ধকবি আর্জুমন্দ, ভাদেশ্বর রবি।
আরকুম শাহ, শিতালং শাহ, ইব্রাহীম তষ্মা,
পুণ্যভূমির মাঠে মাঠে প্রাণের চেতনা।
বাউল আব্দুল করিমের সুর উঠে দু’তারায়,
ঝিল মিল, ঝিল মিল, করেরে তার ময়ূর পঙ্কী নায়।
হায়রে পবিত্রভূমি, কে লিখিবে ইতিহাস তোর,
হারিতেছে সব রত্ম, শূণ্য আজ, বাহির ভিতর।
হেরে গেছে জৈন্তারাজ্য আর পৃথিমপাশা,
ছোট ছোট ঐতিহ্যের হাজার তামাশা।
কোথায় আজ খাজা ওসমান, সুবিধ নারায়ন,
কোথায় আজ লংলা ইটা কোথায় সিংহাসন।
কোথায় আমার রেঙ্গাভূমি কোথায় তাঁর কথা?
দাউদপুরের জমিদারী কই, কোথায় আঁচল পাতা?
সুরমা থেকে কুশিয়ারা, রাজ্য কোথায় আজ,
ইতিহাসে কেন আজ নাইরে কোন সাজ?
কোথায় আমার বাপদাদার মানবতার হাজার বিবরণ,
কোথায় তাদের বলদর্পী সুন্দর সুশাসন।
কোথায় তাদের ন্যায় বিচারের সাম্যদন্ড আজ?
কালোগর্বে বিলীন হচ্ছে, বলতে লাগে লাজ,
অঙ্কিত না হয়ে মোদের, অতীত যাবে নিভে,
‘জারদ’ নামটি অবশেষে ভাগ্যলিখন হবে।
কে আছ ভাই, এই মাটিতে রাখবে তোমার হাত,
সন্ধানীবে পূণ্যভূমির হারানো দিন রাত।

কবিঃ ইসফাক কুরায়শী

শেয়ার করুন