স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি:
স্বামী আবু মুসলিম (৪০) কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রিমা বেগম ওরপে রেজন । সোমবার সকালে কুলাউড়া থানার ওসি শামীম মুসা  এতথ্য নিশ্চিত করেন। এর আগের দিন রবিবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও জানায়, ছেলে ও মেয়েসহ চার সন্তানের জননী রিমা বেগমের সন্তানরা ঘুমিয়ে ছিল। তারা চিৎকারের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় পরে আছেন এবং মা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীদের সহযোগীতায় আহত আবু মুসলিমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি পর রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ বলেন,পারিবারিক কলহের জের ধরে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তার স্ত্রী রিমা বেগম ওরপে রেজন দেড় বছরে শিশু সন্তান নিয়ে পলাতক রয়েছেন। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে ঘাতককে আটকের পর আরও বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন