জালালাবাদবার্তা.কমঃ
টরন্টোতে অন্যমেলা কর্তৃক আয়োজিত এবারের সৃজন সন্ধ্যা অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার কে। অনুষ্ঠানের প্রধান আকর্ষন এবং মধ্যমণি ছিলেন তিঁনি।
২৫ জানুয়ারি (শুক্রবার) ডেনফোর্থের মিজান কমপ্লেক্স মিলনায়তনে কবি মেহরাব রহমানের সঞ্চালনায় এই সম্বর্ধনা অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭ টার সময়। এ সময় অন্যমেলার কর্ণধার সাদি মোহাম্মদ ছাড়াও উপস্থিত ছিলেন বিটিভি’র প্রখ্যাত সংবাদ পাঠিকা আহমেদ, নাট্য নির্দেশক মোহাম্মদ হাবিবুল্লাহ, সংগীত শিল্পী ঋতু মীর, নূর কাজী সহ টরন্টোর সাংস্কৃতিক পরিমন্ডলের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গ।
বেশ কিছু রবীন্দ্র সংগীত পরিবেশনের পাশাপাশি শিল্পী পাপিয়া সারওয়ার দর্শক-শ্রোতাদের তাঁর সঙ্গীত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাপিয়া সারওয়ারের সাথে সাথে সাংস্কৃতিক পর্বটি মাতিয়ে রাখে সুমী রহমান ও মেহরাব রহমানের আবৃত্তি, সুকন্যা নৃত্যাংগনের ছাত্রীদেরর নাচ, এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী ফারহানা’র সঙ্গীত পরিবেশনা। তবলায় ছিলেন টরন্টোর খ্যাতিমান তবলা শিল্পী রাজীব।