রুহুল চৌধুরী, জালালাবাদবার্তা.কমঃ
তিঁনি শুধু কবিই নন, তিঁনি একজন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীত পরিচালক, নাট্য পরিচালক, প্রকাশক, শিক্ষক……!!!
জ্বি, আমি মীর লিয়াকত আলী’র কথাই বলছি। প্রতিবছর বাংলা একাডেমীর বইমেলায় ন্যুনতমভাবেও যার ৬/৭টি বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়। এবারের বইমেলায়ও প্রকাশিত হতে যাচ্ছে তাঁর রচয়িত ৯টি বই।
অর্জন প্রকাশণের প্রকাশণায় এবারের একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৫৫৭ নাম্বার স্টলে থাকছে এই লেখকের বই ‘গল্প সমগ্র”। ‘গল্প সমগ্র” নিয়ে লেখকের সাথে টেলিফোনে জানতে চাইলে তিঁনি জানান বইমেলার প্রথম দিন থেকেই বইটি মেলায় পাওয়া যাবে এবং এ নিয়ে তিঁনি খুবই আশাবাদী, বিভিন্ন কারনে এই বইটির ব্যাপারে তার আগ্রহও বেশী বলেও তিঁনি জানান। বইটি সকল পাঠকের মন জয় করতে পারবে বলেও তিঁনি নিশ্চিত। তিঁনি সকল পাঠকদের তাঁর বইগুলো সংগ্রহ করার আহ্বান জানান।
‘গল্প সমগ্র’ এর পাশাপাশি এবারের বই মেলায় এই লেখকের ‘কবি’, ‘ছোটদের আবৃত্তির কবিতা’, ‘কালো মেঘের তারা’ সহ আরও বেশ কিছু বই প্রকাশিত হতে যাচ্ছে।