জাকারিয়া চৌধুরী, টরন্টোঃ
জেনারেল ওসমানী স্মৃতি পরিষদ কানাডার উদ্দ্যোগে ২৭ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টার সময় কানাডার টরন্টোর রেড-হট সিজলিং রেস্টুরেন্টের মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি জনাব মঈন চৌধুরী। জাকরিয়া রশিদ চৌধুরীর সঞ্চালনায় সভায় ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা মাহবুবুর রব চৌধুরী, আহাদ খন্দকার, আখলাক হোসেন, নুরুল ইসলাম, ডঃ সিবলি নুমানী, আনোয়ারুল ইসলাম জায়গীরদার, অধ্যাপক আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডঃ সিরাজুল হক চৌধুরী, রিফাত চৌধুরী, মিলাদ চৌধুরী, আবদুল মান্নান, মকবুল হোসনে মঞ্জু, মোস্তাফিজুর রহমান, সৈয়দ ইকতিয়ার আহমদ, রেজাউল হক, এম এ মালিক, কামিল আহমদ, সোহেল আহমদ, মিজানুর রহমান চৌধুরী, জুয়েল আহমদ, বাবুল চৌধুরী, আবু জহির মোহাম্মদ সাকিব, মনসুর আহমদ, সালাউদ্দীন আহমদ এবং সোহেল আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুব, মোহাম্মদ আলী শাওন, রানা হাসান, আবদুল সাওার প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের গরীব মানুষের কাছে শীতের কাপড় বিতরণ এবং আগামী মহানস্বাধীনতা দিবস উপলক্ষে্ বিভিন্ন কমসুচী গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলার মরহুম মকসুদ বক্তের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয় এবং এস এর চৌধুরী রেশাদ সাহেবের রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সভার সভাপতি মঈন চৌধুরী।