সাইফুল ইসলাম
প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজারের হাকালুকি হাওরের ৪০টি বিলে জলচর পাখিশুমারি সম্পন্ন হয়েছে।
২৬-২৭ জানুয়ারি বাংলাদেশ বার্ড ক্লাব ও আই ইউ সি এন, বাংলাদেশ এই পাখিশুমারী সম্পন্ন করে। শুমারিতে অংশ নেন ড. পল থমসন, ইনাম আল হক, মোহাম্মদ ফয়সাল, ওমর শাহাদাত, সাকিব আহমেদ, বশীর আহমেদ ও তারেক অণু।